একজন ছেলে ও তার বাবার মধ্যকার সম্পর্কের অন্তঃকাহিনী, - Rokomari Guides

Latest

Windows

Tuesday, July 21, 2020

একজন ছেলে ও তার বাবার মধ্যকার সম্পর্কের অন্তঃকাহিনী,

Father and Son


বাবা
ছেলের
গল্প

 

এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলো তার বাবা ছিলেন খুবই বৃদ্ধ এবং দুর্বল খাওয়ার সময় তিনি নিজের শার্ট এবং প্যান্টে অনবরত খাবার ফেলছিলেন

 

সেই রেস্টুরেন্টে খেতে আসা অন্যান্য লোকজন যখন তার দিকে বিরক্তি নিয়ে তাকাচ্ছিলো তখন বৃদ্ধ লোকটির ছেলে শান্তভাবে খাবার খাচ্ছিলো বাবার খাবার শেষ হলে ছেলেটা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে তাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেলো সে বাবার জামায় লেগে থাকা খাবার মুছে দিলো, চুল ঠিক করে দিলো এবং চশমাটা ঠিক মতো পড়িয়ে দিলো

 

যখন তারা বেরিয়ে এলো, পুরো রেস্টুরেন্ট একদম নিরব হয়ে গেলো তারা কেউ হজম করতে পারছে না, এভাবে কেউ তাদের হতবুদ্ধ করে দিবে ! ছেলেটি বিল পরিশোধ করে বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো

 

এমন সময় এক বৃদ্ধ উঠে এসে ছেলেটিকে জিজ্ঞেস করে,

 

বৃদ্ধ লোক :- তুমি কি কিছু রেখে যাচ্ছো বাবা ?

 

ছেলে :-  না, স্যার

 

বৃদ্ধ লোক :- অবশ্যই রেখে যাচ্ছো, একজন ছেলের জন্য একটি শিক্ষা এবং একজন বাবার জন্য একটা আশা

 

 বাবা-মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যখন হাঁটতে জানতাম না হাঁটতে শিখিয়েছেন, যখন খেতে যানতাম না খেতে শিখিয়েছেন, পরম যত্নে বড় করেছেন তারা আমাদের হাজারো আবদার হাসি মুখে পূরন করেছেন বয়স বাড়ার সাথে সাথে তারাও ছোট্র শিশুর মত আচরণ করেন, খেতে গেলে খাবার ফেলে দেন তাদের এমন আচরণে অনেক সন্তান বিরক্ত হন বিরক্ত হওয়ার আগে আমাদের একবার ভাবা উচিৎ, আমরা যখন ছোট ছিলাম আমরাও অনেক বিরক্তিকর আচরণ করতাম যা তারা সহজেই হাসিমুখে মেনে নিয়েছেন

 

আমাদের সেই মানুষগুলোর যত্ন নেওয়া উচিৎ, যারা এক সময় আমাদের যত্ন নিয়েছিলো. . . . . . . . . .



Father and Son


Father and Son story

 

One boy went to a restaurant with his elderly father for dinner. His father was very old and weak. He was constantly throwing food in his shirt and pants while eating.

 

The old man's son was eating quietly while the other people who came to eat at that restaurant were looking at him with annoyance. When the father finished his meal, the boy took her to the washroom without feeling embarrassed. He wiped the food off his father's shirt, straightened his hair, and removed his spectacles.

 

When they came out, the whole restaurant was silent. They can't digest anyone, so someone will stun them! The boy was going out with his father after paying the bill.

 

At that moment an old man came up and asked the boy,

 

Old man: Are you leaving anything, father?

 

Boy: No, sir.

 

Old man: - Of course you are leaving, an education for a son and a hope for a father.

 

 Parents have shown us the light of this world, taught us to walk when we did not know how to walk, taught us to eat when we did not know how to eat, and raised us with absolute care. They have filled our thousands of whims with smiles. As they get older, they also behave like small children, throwing away food when they go to eat. Many children are upset by their behavior. Before we get bored we should think once and for all, when we were little we used to do a lot of annoying things. Which they easily accepted with a smile.

 

We should take care of the people who once took care of us. . . . . . . . . .

 


No comments:

Post a Comment