আমার জীবনে এক একটা পর্যায় পার করে আসি। একটা পর্যায় ছিলো জীবনে এতো প্যাঁচ বুজতাম না। সহজ-সরল একটা মন নিয়ে চলতাম।চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম,বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবেনা। জীবনে দুই-এক বার ঠকে যাওয়ার পরেই এই পর্যায় শেষ হয়।
আমি ভাবতে শুরু করি, মানুষের ভিতরে ভালো মন্দ আছে।সবাই ভালো না। পৃথিবীটাও এতো সহজ না।
একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিলো।একদম উজার করে ভালো বাসা যাকে বলে। এমন করে ভালো বাসতাম মানুষকে।লোকে বলতো ওটা বয়সের দোষ। ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি,ভুল কি! ভুল মানুষকে ভালো বেসে eyS‡Z পviলাম, ভুলটা কোথায় ! কখনো মানুষটা ভুল, আবার কখনো সময়টা ভুল,ওই পর্যায়টাও কেটে গেলে|
তীব্র কষ্ট নিয়ে আবেM কমতে থাকলো। মনটা শক্ত হওয়া শুরু হলো।নিজেকে বুSvলাম, পৃথিবীটা আসোলেই নরম মানুষের জন্য নয়। ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে,ভুল মানুষকে চিনে,কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিস্কার করে,আস্থে আস্থে কেমন যেনো পাথর হয়ে গেলাম।
এখন কেনো জানি আর উজার করে কেউকে ভালোবাসতে জানিনা।প্রাণ খুলে সেই আগের হাসিটা আর আসেনা। পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম,যেদিন থেকে টের পেলাম, পৃথিবী একটা মঞ্চ। সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি।সেই অভিনয় চলছে, কখনো হাসছি,আবার কখনো কাঁদছি।
জীবনের এক একটা পর্যায়ে, নিজের এক একটা অংশকে ফেলে রেখে আসার নামই †বাধহয় বদলে যাওয়া। যে মানুষটা যত বেশি মানুষের আসল রুপ চিনেছে,যত বেশি ভুল করেছে,আর ধাক্কা খেয়েছে সে মানুষটা ততো বেশি বদলে গিয়েছে।
GB NUbv যদি কারো জীবনের সাথে মিলে যায় এবং এই কথায় Kv‡iv g‡b কোন কষ্ট পান তাহলে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।
কপিরাইটঃ- Birohi Mon
Come through one stage in my life. There was a stage in my life when I didn't understand so much. I walked with a simple mind. I believed everyone with my eyes, I believed that no one in the world would cheat me. After being cheated a couple of times in life, this stage ends.
I start to think. There is good and evil in man. Not everyone is good. The world is not so simple.
There was a lot of emotion at one point. I used to live well with people like that. People said it was the fault of age. I was wondering what is wrong with love, what is wrong. I got the wrong human feeling. What a mistake! Sometimes the man is wrong and sometimes he is wrong from time to time
Abek began to decrease with intense pain. The mind began to harden. I explained to myself, the world is not really for soft people. By cheating, pushing, failing, recognizing the wrong people, or discovering myself alone in the darkest part of life, I slowly turned to stone.
Now I know why and I do not know how to love someone with all my heart. I used to think of the world as the world, from the day I realized that the world is a stage. I have learned to act since that day. That acting is going on, sometimes I am laughing, sometimes I am crying.
At some point in life, the name of leaving a part of oneself is bound to change. The more a person recognizes the true nature of man, the more he has made mistakes, and the more he has been pushed, the more he has changed.
I apologize to all of you if it coincides with someone's life and you have any trouble with this word.
Copyright: Birohi Mon.
No comments:
Post a Comment