But in the name of religion they can be made more violent than animals, - Rokomari Guides

Latest

Windows

Friday, July 24, 2020

But in the name of religion they can be made more violent than animals,

baby vulture


One Vulture Baby Baina

 

One of the vultures took a pledge to his father,

 

The vulture cub said - I will eat human flesh, please bring it!

 

The vulture said, "All right, Dad, I'll bring it in the evening."

 

The vulture flew away and came back with pork for the child.

 

The vulture cub said, "Father, this is pork." I begged you to eat human flesh. I will not eat this meat.

 

The vulture said again - OK, I will bring it.

 

The vulture flew again and came back with dead beef for his child.

 

The baby vulture said - Hey! You brought dead beef. Dad, I wanted to eat human flesh from you. Where is the human flesh? I will not eat this dead beef.

 

Then the father vulture flew away again and left the pork next to a mosque and the beef next to a temple and came back to the nest.

 

Soon communal riots broke out there and hundreds of bodies fell instantly. Vultures and vulture cubs eat human flesh with great satisfaction.

 

While the baby vulture was eating, the father asked the vulture, "Dad, how did so many human flesh come here?"

 

 Baba Shakun replied - this is the kind of man. The Creator sent them to earth as the best creatures in creation. But in the name of religion, they can be made more violent than animals,


 

 The baby vulture praised the father vulture and said - you have a lot of intelligence in your head, father.

 

Dad vulture laughed and replied hey, damn son! That's all I learned from people. A large part of them use the sacred religions as an easy way whenever they fail to do any harm.

 

“While the above incident is fictional, both the dialogue and the subject matter are real. From one country to another, from the minaret to the body of Jesus, from the Friday prayers to Easter Sunday, where is mankind safe? It is very sad, why do we become the best creatures of creation and celebrate in this way? Why all over the world today the triumph of the extremists? Why the clang of weapons in the world today? No one knows when we will get a world suitable for human habitation! He was one of us when we believe in killing someone unjustly from east to west, from north to south. Why are we killing each other on various excuses? Why don't I even think, no matter where they die in this world, they are human beings. Do we get the joy of killing people like this? There is still time for the human race, let us unite, be humane, save the human race from a terrible destruction. ”

 

 

 

baby vulture


এক
শকুন বাচ্চার বায়না

 

এক শকুন ছানা তার বাবার কাছে বায়না ধরলো বাবা,

 

শকুন ছানা বললো - আমি মানুষের মাংস খাবো, এনে দাওনা দয়া করে !

 

শকুন বললো - ঠিক আছে বাবা, সন্ধ্যার সময় এনে দিবো

 

শকুন উড়ে গেলো আর আসার সময় সন্তানের জন্য শুকরের মাংস নিয়ে ফেরত এলো

 

শকুন ছানা বললো - বাবা, এটাতো শুকরের মাংস আমি তোমার কাছে মানুষের মাংস খাওয়ার আবদার করেছিলাম আমি এই মাংস খাব না

 

শকুন আবার বললো - ঠিক আছে, এনে দিবো

 

শকুনটা আবারও উড়ে গেলো আর আসার সময় তার সন্তানের জন্য মরা গরুর মাংস নিয়ে ফেরত এলো

 

বাচ্চা শকুন বললো - আরে ! এটাতো মরা গরুর মাংস নিয়ে এসেছো বাবা, আমিতো তোমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছিলাম মানুষের মাংস কোথায় ? এই মরা গরুর মাংস আমি খাবোনা

 

তখন বাবা শকুনটা আবারও উড়ে গিয়ে শুকরের মাংস একটি মসজিদের পাশে আর গরুর মাংস একটি মন্দিরের পাশে ফেলে দিয়ে নীড়ে ফেরত আসলো

 

                কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেলো এবং মূহুর্তেই কয়েকশ মানুষের লাশ পড়ে গেলো শকুন শকুন ছানা মিলে বেশ তৃপ্তি সহকারে মানুষের মাংস খেলো

 

বাচ্চা শকুন খেতে খেতে বাবা শকুনের কাছে জিজ্ঞাসা করলো, বাবা, এতো মানুষের মাংস এখানে কি করে আসলো ?

 

 বাবা শকুন উত্তর দিলো - এই মানুষ জাতটা এমনই সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু ধর্মের নামে এদেরকে পশুর চেয়েও হিংস্র বানানো  যেতে পারে,

 

 বাচ্চা শকুন বাবা শকুনের প্রশংসা করে বললো - তোমার মাথায় অনেক বুদ্ধি, বাবা

 

বাবা শকুন হাঁসতে হাঁসতে জবাব দিলো আরে, ধুর বেটা ! এটাতো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের বড় একটা অংশ যখনই কোন ক্ষতি করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ উপায় হিসেবে পবিত্র ধর্ম গুলোকে ব্যবহার করে

 

                উপরের ঘটনাটি কাল্পনিক হলেও, সংলাপ এবং বিষয় বস্তু দুটোই বাস্তব এক দেশ থেকে আরেক দেশে, মিনার থেকে যীশুর শরীর, জুমার নামাজ থেকে ইষ্টার সানডে, কোন স্থানে নিরাপদে আছে মানবজাতি ? খুব দু: লাগে, কেন আমরা সৃষ্টির সেরা জীব হয়ে এভাবে খুনের উৎসবে মেতে উঠি ? সারা বিশ্বে কেন আজ কট্ররপন্থীদের জয়জয়কার ? কেন পৃথিবীতে আজ অস্ত্রের ঝনঝনানি ? কারো কাছে জানা নেই আমরা কবে একটি মানুষের বসবাস উপযোগী পৃথিবী পাবো ! পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যে কোন স্থানে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে কবে আমরা বিশ্বাস করবো, সে ছিল আমাদেরই একজন কেন আমরা নানা অজুহাতে একে অপরকে হত্যা করছি ? কেন একবারও ভাবছিনা, এই পৃথিবীর যে স্থানেই মরুক না কেন তারা তো মানুষই মানুষ হয়ে এভাবে মানুষ হত্যা করে আমরা কি আনন্দটা পাই ? এখনো সময় আছে মানব জাতির কাছে, চলুন আমরা একত্রিত হই, মানবিক হই, মানবজাতিকে রক্ষা করি ভয়াবহ এক ধ্বংসের হাত থেকে।”

 

 

 

 

 


Background photo created by wirestock - www.freepik.com

No comments:

Post a Comment