A milk seller in
the city, he is a very intelligent Bengali, so he mixed 10 liters of milk with
5 liters of water and made 15 liters. With a little bit of intelligence, 5
liters of profit. Her eyes sparkled with happiness. He took the money from
selling milk in his pocket and went to the grocery store to buy rice.
The shopkeeper tells him: - Very good rice,
you will not find such rice anywhere, etc. He finally sells rice mixed with stones.
Gives less than half a kilogram in weight. I am very happy grocer thinking how
much profit I have made.
He goes to the
market with the profit money to buy fish. After a while the news came to the
fishmonger that his son had an accident. She quickly took her son to the
hospital.
A greedy broker of the hospital took a good
amount of money from the fishmonger saying that he would provide good
treatment. The snatcher was caught on the way home from the hospital.
The robber stabbed him in the stomach and
snatched all the money. The kidnapper was caught by the police while fleeing.
The police beat him and took all the money.
The police officer does not deposit anything in the state treasury or return it
to the victim. The son of that policeman became addicted to drugs again.
He constantly empties his father's pocket by spending
money on drugs. And the drug dealer might have bought the milk with that money.
Those who earn in
an illegal way think that he has made a huge profit. But that is not the case,
he is cheating on one, and someone else is cheating on him. Since everyone in
society is dependent on each other, everyone suffers in cycles.
From the outside it may seem that the wicked
are the ones who are successful, they are the ones who are happy, but they are
not. They themselves may think that they will be very good in this way, but in
fact it is not. Living people can be easily deceived but not dead people. So
while we are alive we can easily deceive one another if we want to. The person
may not even understand or see that.
But there is one
who sees everything. Many people become very happy by cheating others, they
think that he has benefited a lot, is it really possible to benefit by cheating
others? Never, by no means................
যেমন
কর্ম
তেমন
ফল,
শহরের একজন দুধ
বিক্রেতা তিনি বেশ চিকন
বুদ্ধির একজন বাঙ্গালি, তাই
১০ লিটার দুধে ৫
লিটার পানি মিশিয়ে ১৫
লিটার বানালেন। সামান্য
একটু বুদ্ধিতেই পাক্কা ৫ লিটার
লাভ। খুশিতে
চোখ ঝলমল করে উঠে
তার। দুধ
বিক্রির টাকা পকেটে নিয়ে
তিনি চাল কিনতে যান
মুদির দোকানে।
দোকানদার তাকে বলে :- অতি
উত্তম চাল, এরকম চাল
কোথাও পাবেন না, ইত্যাদি
বলে অবশেষে পাথর মেশানো
চাল বিক্রি করে।
ওজনেও আধা কেজি কম
দেয়। কতো
লাভ করে ফেললাম ভেবে
বেজায় খুশি মুদি দোকানি।
লাভের
টাকা নিয়ে বাজারে যায়
মাছ কিনতে, মাছ বিক্রেতা
তাকে ফরমালিন যুক্ত পঁচা মাছ
ধরিয়ে দেয়, তাও কিনা
দামের দ্বিগুন মূল্যে তার লাভ
করতে হবে না ? কিছুক্ষণ পর সেই মাছ
বিক্রেতার কাছে খবর আসে,
তার ছেলেটা এক্সিডেন্ট করেছে। দ্রুত
সে তার ছেলেকে হাসপাতালে
নেয়।
হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল
ভাল চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা
বলে মাছ বিক্রেতার কাছ
থেকে ভাল পরিমান টাকা
হাতিয়ে নেয়। হাসপাতালের
সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে
ছিনতাইকারীর খপ্পড়ে পড়ে।
ছিনতাইকারী তার পেটে ছুরি
মেরে সব টাকা-পয়সা
ছিনিয়ে নেয়। পালিয়ে
যাওয়ার সময় ছিনতাইকারী ধরা
পড়ে পুলিশের হাতে।
তাকে মারধর করে
সব টাকা নিয়ে নেয়
পুলিশ। রাষ্ট্রীয়
কোষাগারে জমা বা ভূক্তভোগীর
কাছে ফেরত দেওয়া কোনটাই
করেন না পুলিশ অফিসার। সেই
পুলিশের ছেলে আবার হয়ে
পড়ে মাদকাসক্ত।
মাদকের পিছনে টাকা
খরচ করে প্রতিনিয়ত সে
বাবার পকেট ফাঁকা করে
দেয়। আর
মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো
কিনতো সেই পানি মেশানো
দুধ।
যারা অবৈধ পথে উপার্জন
করে, তারা মনে করে
যে, সে বিরাট লাভ
করে ফেলেছে। কিন্তু
আসলে তা নয়, সে
একজনকে ঠকাচ্ছে, আবার তাকে ঠকাচ্ছে
অন্য কেউ। যেহেতু সমাজের প্রত্যেকেই
একে অন্যের উপর নির্ভরশীল,
সবাই চক্রাকারে ক্ষতিগ্রস্থ হয়।
বাইরে থেকে হয়তো
মনে হয় অসৎ লোকগুলোই
সফল, তারাই সুখে আছে,
আসলে তা নয়।
তারা নিজেরা হয়তো মনে
করে এভাবে তারা খুব
ভাল থাকবে, আসলে তাও
হয় না। জীবিত
মানুষকে সহজেই ঠকানো যায়
কিন্তু মৃত মানুষকে নয়। সুতরাং
জীবিত অবস্থায় আমরা চাইলেই অতি
সহজে একজন আরেকজনকে ঠকাতে
পারি। সেই
বিষয়টা হয়তো লোকটা বুঝতেও
পারে না কিংবা দেখতেও
পায় না।
কিন্তু
এমন একজন আছেন যিনি
সব কিছুই দেখতে পান। অনেকে
অন্যকে ঠকিয়ে খুবই খুশি
হয়ে যান, মনে মনে
ভাবেন তিনি অনেক লাভবান
হয়েছেন, সত্যিকি অন্যকে ঠকিয়ে লাভবান
হওয়া যায় ? কখনোই না,
কোন ভাবেই না................
No comments:
Post a Comment