Give Yourself Time, Give Time To The People Around You. - Rokomari Guides

Latest

Windows

Sunday, August 23, 2020

Give Yourself Time, Give Time To The People Around You.

 

Exam


One day a teacher entered the classroom and said, I will take a test for you today, get mentally ready.


 

The students were a little surprised and waited for the question papers with notebooks and pens.


 

After a while the teacher asked everyone to start writing with the question paper. But everyone was surprised and looked at the question paper! Because, there was no question in the question paper, except for one black dot.


 

In the meantime, the teacher said there was no reason to be surprised. Write about what you see.


 

The students wrote in the notebook whatever they could. When the time was up, the teacher took everyone's notebook.


 

Then one by one he started reading everyone's book aloud in front of everyone. Everyone has written about the black dot, where the dot is on the paper, what a description it is!


 

When the teacher finished reading, everyone fell silent, then the teacher began to say, "I didn't test any of you to give marks on it." Rather than take it for granted, no one wrote anything about the huge white part of the question paper. Everyone has thought about the black dot.


 

The same thing happens in our lives, there are so many things in our lives like the white part of the paper to think about but we all fall for the black dot. Yet we pay full attention to the part of that black dot that is very little negative in life.


 

 I call my own troubles over and over again and waste my present time. That is why it seems that life is a problem. Take your eyes off that black dot. Enjoy every moment, what lies in life is like a white piece of paper.

 

 

Sometimes we give so much importance to the small unnecessary things in life that we avoid a big chapter of life. There are many of us who spend so much time in the pursuit of money and wealth, not realizing that there is so much more to life. I don't give time to myself, I don't give time to family, I don't keep in touch with relatives. As we go through a fascination we forget that money and wealth are not everything in life.


 

 This does not mean that resources are not needed. Of course there are, but in the pursuit of wealth we should not miss out on a large part of life. While many may have realized this at one time, it remained unknown to most people.


 

“Give yourself time, give time to the people around you. Live with laughter, live well. This wealth will be of no use after death. ”

 

 


একদিন এক শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে বললেন, আজ তোমাদের একটা পরীক্ষা নেবো, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও।

 

 

ছাত্রছাত্রীরা একটু অবাক হয়ে প্রশ্ন পত্রের জন্য খাতা-কলম নিয়ে অপেক্ষা করতে থাকলো।

 


কিছুক্ষণ পর শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে লেখা শুরু করতে বললেন। কিন্তু প্রশ্ন পেয়ে সবাই বিস্মিত হয়ে প্রশ্ন পত্রের দিকে তাকিয়ে রইলো ! কারণ, প্রশ্ন পত্রে কোন প্রশ্নই ছিল না, শুধুমাত্র একটা কালো বিন্দু ব্যতিত।


 

এরই মধ্যে শিক্ষক বলে উঠলেন বিস্মিত হওয়ার কোন কারণ নেই। তোমরা যা দেখছো সেটা নিয়েই লিখো।


 

শিক্ষার্থীরা যে যার যার মতো যা পারে সেটাই খাতায় লিখলো। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে শিক্ষক সবার খাতা নিয়ে নিলেন।


 

এরপর একএক করে সবার খাতা জোরে জোরে সবার সামনে পড়তে শুরু করলেন।  সবাই কালো বিন্দু নিয়ে লিখেছে, বিন্দুটি কাগজের কোথায় আছে, সেটি কেমন তার বর্ণনা !


 

শিক্ষকের পড়া শেষ হয়ে গেলে সবাই চুপ হয়ে গেল, এরপর শিক্ষক বলতে শুরু করলেন আমি তোমাদের কাউকে এর উপর নম্বর দেওয়ার জন্য পরীক্ষা নেইনি। বরং কিছু চিন্তা করার জন্য নিয়েছি, কেউ প্রশ্ন পত্রের বিশাল সাদা অংশ নিয়ে কিছুই লেখেনি। সবাই কালো বিন্দুটা নিয়েই চিন্তা করেছে।


 

এই একই ব্যাপারটা আমাদের জীবনেও ঘটে, আমাদের জীবনে কাগজের সাদা অংশের মত এমন অনেক কিছু আছে চিন্তা করার অথচ আমরা সবাই কালো বিন্দুটা নিয়েই পড়ে থাকি। অথচ আমরা জীবনের খুব সামান্য নেতিবাচক সেই কালো বিন্দুর অংশের দিকে সম্পূর্ন মনোযোগ প্রদান করি।


 

 নিজের কষ্ট নিজেই বারবার ডেকে আনি এবং নিজেদের বর্তমান সময় টাকেও বাজেভাবে নষ্ট করে ফেলি। এজন্যই মনে হয় জীবন মানেই সমস্যা। তোমাদের চোখ ওই কালো বিন্দু থেকে সরিয়ে নাও। প্রত্যেকটা মূহুর্তের আনন্দ উপভোগ করো, যা জীবনে পড়ে আছে সেটা কাগজের সাদা অংশের মত।

       

 

কখনো কখনো আমরা জীবনের ছোট ছোট অপ্রয়োজনীয় বিষয় গুলোকে এতোটাই গুরুত্ব দেই যে, জীবনের বড় একটা অধ্যায় আমরা এড়িয়ে যাই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অর্থ এবং সম্পদ অর্জনের মোহে এতোটাই সময় অতিবাহিত করে ফেলি, জীবনে যে আরও অনেক বিষয় পড়ে রয়েছে তার কোন খেয়ালই থাকে না। নিজেকে সময় দিই না, পরিবারকে সময় দিই না, আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করি না। একটা মোহের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা ভুলে যাই জীবনে অর্থ এবং সম্পদই সব নয়।


 

 তার মানে এই নয় যে, সম্পদের দরকার নেই। অবশ্যই আছে, কিন্তু সম্পদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা যেন জীবনে বড় একটা অংশকে এড়িয়ে না যাই। একটা সময় অনেকে এই বিষয়টি উপলব্দি করতে পারলেও, অধিকাংশ মানুষের কাছেই অজানাই থেকে যায়।


 

“নিজেকে সময় দিন, কাছের মানুষদের সময় দিন। হাসিতে বাঁচুন, ভালভাবে বাঁচুন। মৃত্যুর পর এই সম্পদ কোন কাজেই আসবে না।”




Background photo created by pressfoto - www.freepik.com

No comments:

Post a Comment