The value of well-being is understood by those who are ill. - Rokomari Guides

Latest

Windows

Sunday, August 9, 2020

The value of well-being is understood by those who are ill.

 

On The Ship


The value of well-being is understood by those who are ill.

 

 

One businessman was quite experienced. He decided to cross the sea with a huge consignment of goods. The price of things there is quite high and there will be a lot of profit. According to the decision, the trader took his goods to a seaport. Then he put all the things on the ship.

 


He was a very loyal assistant of the trader and the trader depended on him for almost everything. The assistant was with him all the time. After loading their belongings on the ship, both of them happily boarded the ship.


 

 The assistant is also very happy, because the merchant has crossed the sea many times with the goods. However, the assistant boarded the ship for the first time. Curious, he went over the ship and saw it. He got on the ship and waved to the people standing in the distance. Going on tour with a great businessman, so he is very proud in his mind.


 

 At one point, as soon as the port went a little farther from the coast, the assistant looked around and got a little scared. The coast was gradually lost. Wherever you look, there is only water and water. He can't see anything except water, even that water is not calm. Occasionally, huge waves hit the ship.


 

The assistant was terrified and said in his mind - I didn't do anything wrong. Did I have an eating problem? Why did I go aboard the ship?


 

The businessman, however, was watching his assistant, realizing that the assistant was scared.


 

Gently got up and put his hand on the head of the assistant and said sea journey but very funny! He was a little scared at first but never got into trouble.


 

Frightened by the merchant's words, one of the pillars of the auxiliary ship grabbed him in such a way that it seemed to be stuck at eighteen.


 

Seeing the condition of the business assistant, he thought that it would not work to say anything now, he should stay like him for the time being.


 

 After a while, the screams of that assistant fell on the eyes of all the passengers on the ship. He started shouting - save - save! Save me, I made a mistake on board! Take me back to the port!


 

The merchant went in front of the assistant and said - Stop shouting, be patient, get used to the rise and fall of the ship with the waves of the sea!


 

 However, the words of the businessman did not reach the ears of the assistant again. He started shouting like before. The other passengers of the ship gathered around him and started joking.


 

The businessman saw that his assistant would lose all his dignity, so he came up with an idea. If someone falls into the water from the ship, one of the rescuers who are there to rescue him said be ready! My assistant needs to be rescued.


 

 The businessman got angry and said to the assistant, I don't need a cowardly assistant like you. I will throw you into the water now, I will swim myself and go to the port. Saying this, he pushed the assistant into the water.


 

 The poor assistant never imagined he would face such a catastrophe, he would really be thrown into the water. He sees no way to live without death. He started crying and shouting for help.


 

 Shortly after, the rescuer jumped into the water and lifted the assistant out of the water and placed him on the deck of the ship.


 

This deck of the ship seemed much safer to the assistant than the certain death in the sea water. So he went to a corner of the deck and sat quietly.


 

The other passengers of the ship were very happy to see the intelligence of the merchant. Said to the businessman - it was a great idea! The businessman said to my assistant when


 

I was sure when I dropped it, he would realize that it was much safer and better to be a passenger on a ship than to drown in the sea. If he did not fall into the water, he would not be able to realize the value of the ship!

 

 

Education: The value of health is understood by those who are ill.


 




সুস্থ্যতার কদর সেই বোঝে, অসুস্থ হয় যে।

 

 

এক ব্যবসায়ী ছিল বেশ অভিজ্ঞ। সে সিদ্ধান্ত নিলো পণ্যের বিশাল একটি চালান নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যাবে। সেখানে জিনিস পত্রের দাম বেশ চড়া এবং তাতে লাভ হবে প্রচুর। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ী তার মালামাল সমুদ্র তীরের একটি বন্দরে নিয়ে হাজির করলো। তারপর সব জিনিসপত্র তুলে দিলো জাহাজে।


 

ব্যবসায়ীর খুবই বিশ্বস্ত এক সহকারী ছিলো ব্যবসায়ী প্রায় সব কাজেই তার উপর নির্ভর করতো। সহকারীও তার পাশাপাশিই থাকতো সব সময়। জিনিসপত্র জাহাজে বোঝাই করে দুজনই খুশি মনে জাহাজে চড়লো।


 

 সহকারীতো ভীষণ খুশি, কারণ, ব্যবসায়ী মালামাল নিয়ে অনেকবার জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছে। কিন্তু, সহকারী প্রথমবারের মতো জাহাজে উঠলো। কৌতুহলী মনে সে একবার জাহাজের উপরে যায় এটা ওটা দেখে। জাহাজের উপরে উঠে  দূরে দাঁড়িয়ে থাকা বিদায় দিতে আসা লোকজনের উদ্দেশ্যে হাত নাড়ে। একজন মহান ব্যবসায়ীর সাথে সফরে যাচ্ছে, সুতরাং মনে মনে খুব গর্বিত সে।


 

 এক সময় বন্দর উপকুল থেকে কিছুটা দূরে যেতেই সহকারী এদিক-ওদিক তাকিয়ে কিছুটা ভয় পেয়ে গেলো। আস্তে-আস্তে হারিয়ে গেল উপকুল। যেদিকেই তাকায় শুধু পানি আর পানি। পানি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না তার, সেই পানিও তো শান্ত নয়। মাঝে মাঝেই বিশাল ঢেউ জাহাজের গায়ে আঁছড়ে পড়ে।


 

সেই সহকারী ভীষণ ভয়ে আতঙ্কিত, মনে মনে বললো - কি ভুলটাই না করেছি। আমার কি খাওয়া-দাওয়ার সমস্যা ছিল ? কেন আমি জাহাজে পাড়ি জমাতে গেলাম ?


 

ব্যবসায়ী কিন্তু তার সহকারীর উপর নজর রাখছিল, বুঝতে পারলো সহকারী ভয় পেয়ে গেছে।


 

আস্তে উঠে সহকারীর মাথায় হাত দিয়ে বললো সমুদ্র যাত্রা কিন্তু ভীষণ মজার ! যে সমুদ্রে পাড়ি জমায়নি কখনো সে প্রথম প্রথম একটু ভয় পায় কিন্তু সফর করতে করতে সে সমস্যা কেটে যায়।


 

ব্যবসায়ীর কথা শুনে ভয়ে - আতঙ্কে সহকারী জাহাজের একটা পিলার এমনভাবে আঁকড়ে ধরেছে, যেন একেবারে আঠার মতো লেগে গেছে।


 

ব্যবসায়ী সহকারীর অবস্থা দেখে ভাবলো এখন কিছু বলে কাজ হবে না, সে তার মতোই থাক আপাতত।


 

 কিছুক্ষণ পর, সেই সহকারীর চিৎকার চেঁচামেচি জাহাজের সকল যাত্রীর দৃষ্টিতে পড়েছে। সে চিৎকার করে চেঁচাতে - শুরু করল - বাঁচাও ! আমাকে রক্ষা কর, জাহাজে চড়ে আমি ভুল করেছি ! আমাকে বন্দরে ফিরিয়ে নাও !


 

ব্যবসায়ী সহকারীর সামনে গিয়ে বললো - চিৎকার চেঁচামেচি বন্ধ করো, একটু ধৈর্য্য ধরো, সমুদ্রের ঢেউয়ের সাথে জাহাজের উত্থান পতনে নিজেকে অভ্যস্ত করে নাও !


 

 কিন্তু, ব্যবসায়ীর কথা এবারও কানে ঢুকলো না সহকারীর। সে আগের মতই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। জাহাজের অন্যান্য যাত্রীরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্রা করতে লাগলো।


 

ব্যবসায়ী দেখলো তার সহকারী তো মান-ইজ্জত সব ডুবাবে তাই একটা বুদ্ধি বের করলো। জাহাজ থেকে কেউ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করার জন্য যে সব উদ্ধারকর্মী থাকে তাদের একজনকে বললো প্রস্তুত থাকো ! আমার সহকারীকে উদ্ধার করতে হবে।


 

 এই বলে ব্যবসায়ী রেগে গিয়ে সহকারীকে বললো, তোর মত ভীতু সহকারীর আমার কোন দরকার নেই। তোকে এখনই পানিতে ফেলে দেবো, নিজে নিজে সাঁতার কেটে বন্দরে গিয়ে উঠবি। এই বলে এক ধাক্কায় সহকারীকে পানিতে ফেলেই দিলো।


 

 বেচারা সহকারীতো কল্পনাই করেনি এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে, সত্যি সত্যি তাকে পানিতে ফেলে দেওয়া হবে। মৃত্যু ছাড়া আর বাঁচার কোন পথ দেখছে না সে। কান্না কাটি করতে লাগলো আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো।


 

 একটু পরেই উদ্ধারকর্মী পানিতে ঝাঁপ দিলো এবং সহকারীকে পানি থেকে তুলে জাহাজের পাটাতনে রাখলো।


 

সমুদ্রের পানিতে নিশ্চিত মৃত্যু থেকে জাহাজের এই পাটাতন অনেক বেশী নিরাপদ মনে হলো সহকারীর কাছে। তাই পাটাতনের এক কোণে গিয়ে চুপ করে বসে রইলো।


 

জাহাজের অন্য যাত্রীরা ব্যবসায়ীর বুদ্ধি দেখে ভীষণ খুশি হলো। ব্যবসায়ীকে বললো - এটা বেশ দারুন একটা বুদ্ধি ছিল ! ব্যবসায়ী বললো আমার সহকারীকে যখন


 

পানিতে ফেলে দিয়েছি তখন নিশ্চিত ছিলাম, সে বুঝতে পারবে সমুদ্রের পানিতে ডুবে মরার চেয়ে জাহাজের যাত্রী হওয়া অনেক বেশী নিরাপদ এবং ভাল। পানিতে না পড়লে সে জাহাজের মূল্যটা উপলব্দি করতে পারতো না !

               

 

শিক্ষা : সুস্থ্যতার কদর সেই বোঝে, অসুস্থ হয় যে।



Bow photo created by welcomia - www.freepik.com

No comments:

Post a Comment