Lina Medina – The Youngest Mother in Medical History - Rokomari Guides

Latest

Windows

Friday, August 21, 2020

Lina Medina – The Youngest Mother in Medical History

Lina Medina
 


INCREDIBLE BUT TRUE

 

 

Pregnant at the age of only five! Surely a little shocked to hear! Maybe you're having trouble believing? Incredible but true! And this incredible event will surprise you!

 


Lina Medina, the youngest mother in the history of medical science. This five-year-old baby became pregnant and gave birth to a healthy baby.


 

Lena was born in 1933 in Ticrapo, Peru. When Lena was five, her parents noticed unusual changes in her body. Lina's stomach was getting bigger day by day, seeing this condition many neighbors had the idea that an evil spirit had taken over Lina.


 

 Lina's father took her to the shamans (local onjha), who, without any benefit from her treatment, admitted Lina to a hospital in the nearby town of Pisco. Gerardo Lojada, a gynecologist at the hospital, initially thought Lina had a tumor in her abdomen. But after the X-ray, everyone's eyes became watery! Lina underwent some more medical tests to be sure.


 

One incredible and very surprising fact comes up in the report, Lina is seven months pregnant! According to medical science, the matter is not only impossible, absolutely impossible!


 

Because a woman's period usually starts at the age of 11-12 years. Women are not ready to give birth until the period begins. The doctor then talks to her mother to find out more incredible information, Lina's period started when she was only 3 years old! That is, from the age of 3, her body was ready for childbirth.


 

 Just in time Lina Medina gave birth to a baby boy. Incredibly, the baby was healthy and quite healthy. Although Lena developed well after the baby was born, doctors performed a caesarean section without any risk.


 

Through the operation, the doctors get an opportunity to search for a lot of important information about Lina's body. They see - at a very young age, Lena's genitals were fully developed. Doctors can find out more after the test, not 3 years, 6 months of age lina period began! Even her breasts were growing from just 4 years old. The main thing is that the hormonal imbalance of hypophysis in Lena's body caused puberty at such a young age.


 

Unbelievable but true, the identity of the father of Lena's child is still unknown. Lina could not say anything about it. The funny thing is that until the age of 10, Lina's child Lina was considered a sister. He was then informed that Lina was his mother.


Sources :  collected



 

অবিশ্বাস্য হলেও সত্যি

 

 

মাত্র পাঁচ বছর বয়সে গর্ভবতী ! শুনে একটু চমকে উঠছেন নিশ্চয়ই ! হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনার ? অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি ! আর অবিশ্বাস্য এই ঘটনা আপনাকে বিস্মিত করবেই !


 

লিনা মেডিনা, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সর্ব কনিষ্ঠ মা। মাত্র পাঁচ বছর বয়সী এই শিশু গর্ভবতী হয়ে সুস্থ স্বাভাবিক একটি শিশুর জন্ম দিয়েছিল।


 

লিনার জন্ম ১৯৩৩ সালে, পেরুর টিক্রাপো শহরে। লিনার বয়স যখন পাঁচ, বাবা-মা তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন। দিন দিন লিনার পেট বড় হচ্ছিল, এই অবস্থা দেখে অনেক প্রতিবেশীদের ধারনা ছিল লিনার উপর অশুভ আত্মা ভর করেছে।


 

 লিনার বাবা তাকে শামানদের (স্থানীয় ওঁঝা) কাছে নিয়ে যান, তার চিকিৎসার কোন উপকার না পেয়ে তারা লিনাকে নিকটবর্তী পিসকো শহরের একটি হাসপাতালে ভর্তি করেন।  হাসপাতালের গাইনোকলজিষ্ট জেরার্ডো লোজাদা প্রথমে ভেবেছিলেন লিনার পেটে বোধ হয় টিউমার হয়েছে। কিন্তু এক্স-রে করানোর পর সবার চোখ ছানাবড়া হয়ে যায় ! নিশ্চিত হওয়ার জন্য লিনাকে আরো কিছু মেডিক্যাল টেষ্ট করানো হয়।


 

রিপোর্টে উঠে আসে অবিশ্বাস্য এবং অতি বিস্ময়কর এক সত্য, লিনা সাত মাসের অন্ত:স্বত্তা ! চিকিৎসা বিজ্ঞানের মতে ব্যাপারটি শুধু অসম্ভব নয়, একেবারেই অসম্ভব !


 

কারণ সাধারনত একজন নারীর পিরিয়ড শুরু হয় ১১-১২ বছর বয়সে। পিরিয়ড শুরু হওয়ার আগ পর্যন্ত নারী সন্তান জন্মদানের জন্য প্রস্তুত থাকে না। এরপর চিকিৎসক তার মায়ের সাথে কথা বলে আরও অবিশ্বাস্য এক তথ্য জানতে পারেন, লিনার মাত্র ৩ বছর বয়স থেকেই পিরিয়ড শুরু হয়েছিল ! অর্থাৎ ৩ বছর বয়স থেকেই তার শরীর সন্তান জন্মদানের জন্য প্রস্তুত ছিল।


 

 যথা সময়ে লিনা মেডিনা একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেয়। অবিশ্বাস্য ব্যাপার হলো শিশুটি সুস্থ এবং বেশ স্বাস্থ্যবানও ছিল। যদিও সন্তান পেটে আসার পর লিনার যথেষ্ট শারীরিক বিকাশ ঘটেছিল, তবুও চিকিৎসকরা কোন রকম ঝুঁকি না নিয়ে সিজারিয়ান অপারেশন করে সন্তান প্রসব করান।


 

অপারেশনের মাধ্যমে চিকিৎসকরা লিনার দেহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ন তথ্য অনুসন্ধান করার সুযোগ পান। তারা দেখেন - একেবারে অল্প বয়সেই লিনার যৌনাঙ্গ পুরোপুরি বিকশিত হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষার পর আরও জানতে পারেন ৩ বছর নয়, ৮ মাস বয়স থেকেই লিনার পিরিয়ড শুরু হয়েছিল ! এমনকি তার স্তন্য মাত্র ৪ বছর বয়স থেকেই বড় হচ্ছিলো। মূল ব্যাপার হলো লিনার শরীরে হাইপোফাইসিসের হরমোনজনিত ভারসাম্যহীনতার কারণেই এমন অপ্রাপ্ত বয়সে বয়:সন্ধি হয়েছিল।


 

অবিশ্বাস্য হলেও সত্য, লিনার সন্তানের বাবার পরিচয় আজ পর্যন্ত জানা যায়নি। লিনাও এব্যাপারে কিছুই জানাতে পারেনি। মজার বিষয় হলো ১০ বছর বয়স পর্যন্ত লিনার সন্তান লিনাকে বোন বলে ভাবতো। এরপর তাকে জানানো হয় লিনা তার মা।


 

সূত্র :  সংগৃহীত


No comments:

Post a Comment