Don't let past failures get in the way of future success! - Rokomari Guides

Latest

Windows

Friday, October 30, 2020

Don't let past failures get in the way of future success!



It is possible to find success only by changing one's thoughts.



A man was walking home on the road. After going some distance he stopped abruptly. Because, he saw a group of giant elephants standing in a line behind one another. With only a thin rope tied one leg in front of each elephant and one elephant tied with a weak rope to the other.


 

The man was surprised and began to think. These giant elephants were not chained, nor were they being kept in cages. These elephants could have broken off at any time and walked on their own, but perhaps for some reason they are not doing so.


 

He noticed that the coach of the elephant team was standing nearby!


 

He went to the instructor and asked the instructor, why are these elephants standing there in line, why did they make no attempt to escape?


 

The trainer replied, well! When these elephants were very small, we tied their front legs with a thin rope of the same shape and tied the first legs of all the other elephants with a thin rope. Now that they are older, the same rope is enough to keep them in line. As they grow older, their thinking is affected in such a way that they believe that it is impossible for them to tear the rope, and they also believe that the rope is strong enough to hold them. So they never tried to escape by breaking this rope.


 

The man was very surprised. These animals could have broken this little rope and returned to the forest at any moment if they wanted to. But because they couldn't, they believed, they couldn't! That is why they are stuck where they were.

 

 

This story shows us something very instructive and that is - we can change our current situation if we want to! That is why it is important to change our thinking!


 

Animals and our consciences are very different. The elephants never thought of their own strength and ability, but rather confined themselves to a little rope. The rope on which the elephants' legs were tied was the limit of our thinking.


 

As long as you do not realize your potential, your situation will not change. Only by believing in yourself and continuing the effort can you break the shackles of limitation.


 

Don't let past failures get in the way of future success!







নিজের চিন্তা ভাবনা পরিবর্তনেই সাফল্য খুজে পাওয়া সম্ভব।

         

একজন লোক রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি হঠাৎ থেমে গেলেন। কারণ, তিনি দেখলেন একদল অতিকায় হাতি একদম লাইন ধরে একটির পেছনে অন্যটি দাঁড়িয়ে আছে। শুধুমাত্র চিকন দড়ি দিয়ে প্রত্যেকটি হাতির সামনের এক পা বাঁধা এবং একটি হাতি অন্যটির সাথে দুর্বল দড়ির বন্ধনে বাঁধা।

 

লোকটা অবাক হলেন এবং ভাবতে লাগলেন। এই অতিকায় হাতি গুলোকে কোন শিকল দিয়ে বাঁধা হয়নি, কিংবা খাঁচায় বন্দি করে নেওয়া হচ্ছে না, এই হাতিগুলো চাইলেই যেকোন সময়ই বাঁধন ছিড়ে আলাদা হয়ে নিজের মতো চলতে পারতো, কিন্তু হয়তো কোন কারণে তারা সেটা করছে না।

 

তিনি খেয়াল করে দেখলেন হাতির দলের প্রশিক্ষক কাছাকাছি অবস্থান করছেন !

 

তিনি প্রশিক্ষকের নিকট গেলেন এবং প্রশিক্ষককে জিজ্ঞাসা করলেন, কেন এই হাতিগুলো ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেন তারা পালিয়ে যাওয়ার কোন চেষ্টাই করেনি ?

 

প্রশিক্ষক উত্তরে বললেন, বেশ ! এই হাতিগুলো যখন খুব ছোট, আমরা একই আকৃতির চিকন দড়ি দিয়ে তাদের সামনের পা বেঁধে রাখতাম এবং একটি চিকন দড়ি দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে অন্য সব হাতিদের প্রথম পা বেঁধে রাখা হতো। এখন পরিনত বয়স হওয়ার পরেও একই দড়ি তাদের সারিবদ্ধভাবে দাড় করিয়ে রাখার জন্য যথেষ্ট। তাদের বেড়ে উঠার সাথে সাথে তাদের ভাবনাকে এমনভাবে প্রভাবিত করা হয়েছে যে, তারা বিশ্বাস করে এই দড়ি ছেঁড়া তাদের পক্ষে অসম্ভব এবং তারা এটাও বিশ্বাস করে, এই দড়ি তাদের আটকে রাখতে যথেষ্ট শক্তিশালী। তাই তারা কখনোই এই দড়ি ছিড়ে পালিয়ে যেতে চেষ্টা করেনি।

 

লোকটি প্রচন্ড অবাক হলেন। এই প্রাণীগুলো চাইলেই যেকোন মূহুর্তে এই সামান্য দড়ির বন্ধনী ছিড়ে অরণ্যে ফিরে যেতে পারতো। কিন্তু তারা এটা পারেনি কারণ, তারা বিশ্বাস করেছে, তারা এটা পারবে না ! এজন্য তাদের অবস্থান যেখানে ছিল সেখানেই আটকে আছে।

 

 

     এই গল্পটি আমাদের অত্যন্ত শিক্ষণীয়  বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর সেটা হচ্ছে - আমরা চাইলেই আমাদের বর্তমান অবস্থা পরিবর্তন করতে পারি ! এজন্য আমাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনাটা জরুরী !

 

প্রাণী আর আমাদের বিবেক-বুদ্ধি একদমই আলাদা। হাতিগুলো কখনোই নিজেদের শক্তি ও সক্ষমতার কথা মাথায় আনেনি, বরং তারা নিজেদের সামান্য দড়ির বাঁধনে সীমাবদ্ধ রেখেছে। যে দড়িতে হাতিগুলোর পা বাঁধা ছিল সেটা ছিল আমাদের চিন্তার সীমাবদ্ধতা।

 

যতোদিন আপনি নিজের সক্ষমতা বুঝতে পারবেন না, ততোদিন আপনার অবস্থার পরিবর্তন হবে না। নিজেকে বিশ্বাস করতে হবে এবং প্রচেষ্টা জারি রাখতে হবে তাহলেই আপনি সীমাবদ্ধতার শিকল ভাঙ্গতে পারবেন।

 

অতীতের কোন ব্যর্থতাকে ভবিষ্যতের সাফল্যের পথে বাঁধা হতে দেবেন না !




Water photo created by lifeforstock - www.freepik.com

No comments:

Post a Comment