Bangladesh Railway History and Heritage - Rokomari Guides

Latest

Windows

Tuesday, August 8, 2023

Bangladesh Railway History and Heritage

Jagannathganj Ghat Railway Station.


A disused railway station in Sarishabari Upazila of Jamalpur District of Mymensingh Division.

During the British rule in 1899, the railway line was built from Jamalpur to Jagannathganj Ghat via Tarakandi. When the Ishwardi-Sirajganj line was built, the goods and passengers used to cross the Yamuna river through the railway's own ferries through the Sirajganj Ghat railway station to Uttaranchal and Kolkata until the Bangabandhu Bridge was built.

 But when the Bangabandhu Bridge was opened in 1998 and the Jamoil-Joidebpur line was opened in 2003, all the trains of this railway began to run through the bridge. This ghat line was closed. Last 37/38 Mymensingh Express used to run from this Ghat station to Chittagong. Later in 2012, when the new railway line was built from Tarakandi to Bangabandhu Setu East Railway Station, this train also started running from Bangabandhu Setu East. Since then this ghat line has remained unused.


Photo: Sylhet Railway is from the published page.



www.asskamariway.com



জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশন।  

 

 ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন।

 

 ১৮৯৯ সালে ব্রিটিশ শাসনামলে জামালপুর থেকে তারাকান্দি হয়ে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেললাইন নির্মাণ করা হয়। ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন নির্মিত হলে বঙ্গবন্ধু সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত পণ্য ও যাত্রীরা রেলওয়ের নিজস্ব ফেরি দিয়ে যমুনা নদী পার হয়ে সিরাজগঞ্জ ঘাট রেলস্টেশন হয়ে উত্তরাঞ্চল ও কলকাতায় যাতায়াত করত।

 কিন্তু 1998 সালে বঙ্গবন্ধু সেতু এবং 2003 সালে জামোইল-জয়দেবপুর লাইন চালু হলে এই রেলওয়ের সব ট্রেন এই সেতু দিয়ে চলাচল শুরু করে। এই ঘাট লাইন বন্ধ ছিল। গত ৩৭/৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস এই ঘাট স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত চলত। পরবর্তীতে ২০১২ সালে তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হলে এই ট্রেনটিও বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে চলাচল শুরু করে। এরপর থেকে এই ঘাট লাইনটি অব্যবহৃত পড়ে আছে।

 

ছবি: সিলেট রেলওয়ে স্টেশন নামক পেইজ থেকে নেয়া হয়েছ

No comments:

Post a Comment